আবরার হ;ত্যা, এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে প্রায়ই ঘটে: পররাষ্ট্রমন্ত্রী!

জাতীয়ঃ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হ’ত্যার ঘটনায় কূ’টনীতিকদের দেয়া বিবৃতিকে ‘অহেতুক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র ম’ন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ড. মোমেন বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হ’ত্যার ঘটনায় বিবৃতি দিয়ে কূ’টনীতিকরা শিষ্টাচার ল’ঙ্ঘন করেছেন।




অহেতুক এটা করেছেন তারা। তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনা যু’ক্তরাষ্ট্রে প্রায়ই ঘটে। গতকালও (১৪ অক্টোবর) নিউইয়র্কে একটি রেস্টুরেন্টে হা’মলায় চারজন নি’হত হয়েছেন, আটজন আ’হতও হন। কয়েক দিন আগে টেক্সাসে অনেকেই নি’হত হয়েছেন। নিউইয়র্কে তো পলাতক ওই ব্যক্তিকে ধরতেই পারল না।




কাউকেই ধরতে পারেনি। জাতিসংঘ এটা নিয়ে কোনো বিবৃতি দেয় না। স্কুলের বাচ্চাদের মে’রে ফেলল। তাও কেউ বিবৃতি দেয় না। বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটেছে, সরকার সাথে সাথে তার বি’রুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছে। স্বীকার করতেই হবে। প্রথম দিনই সরকার বলেছে, এ ঘটনায় জড়িতদের ক’ঠোর শা’স্তি দেয়া হবে। তারপরও এসব কিসের জন্য?’




পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিউজিল্যান্ডেও ৫১ জনকে হ’ত্যা করা হলো। এর মানে এই নয় যে, দেশটির স’রকারের ঘাটতি ছিল; নিউজিল্যান্ডে সুশাসন ছিল না বা আ’ইনশৃঙ্খলা বা’হিনী সতর্ক ছিল না। ওই ঘটনায় আমরা (বাংলাদেশ) দুঃখ প্রকাশ করেছি। অথচ এখানে (বাংলাদেশে) একটু কিছু হলেই বিবৃতি দেয়া হয়। এখানে আমাদের দা’য়ী করার প্রবণতা আছে। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত।’




উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জে’রে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার ম’রদেহ উ’দ্ধার করা হ

Check Also

corona virus update

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরও ১৬০২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এবং গত ২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *