Cricket match cholakalin australiar prodhan montri mathe nije jolo boye niye gelo player der jonno water boy hisebe

ক্রিকেট ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মাঠে নিজে জল বয়ে নিয়ে গেল প্লেয়ারদের জন্য ওয়াটার বয় হিসেবে।

 

কথায় আছে খেলা মানুষকে সম্পর্কের বাঁধনে বাধে। দূরত্ব কে কাছে নিয়ে আসে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। খেলা মানুষকে দৈহিক বিকাশ থেকে মানসিক বিকাশ সবকিছুতেই সামাজিকভাবে গঠন করতে সাহায্য করে।
আজ তেমনি এক বিরলতম ঘটনার সাক্ষী থাকল পুরো ক্রীড়া জগৎ।

 

 

দেশের প্রধানমন্ত্রী হয়ে এত বড় একটি পদের অধিকার গহনের পরও বিন্দুমাত্র তোয়াক্কা না করে নিজের মানবিকতা দিকটি তুলে ধরলেন সবার কাছে।নিচতলা থেকে উঁচুতলার দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের সেবা করাই তার একমাত্র উদ্দেশ্য এই ছোট্ট একটা ঘটনার মাধ্যমে তিনি তা বুঝিয়ে দিলেন। তিনি হলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

 

তিনি 2018 সাল থেকে অস্ট্রেলিয়া 30 তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে কাজ করে আসছেন। নিজের দেশের সম্মান এর ক্ষেত্রে নিজের সাথে কোনদিন আপোষ করেননি। প্রত্যেক মানুষের জন্য নিজেকে সাধারন মানুষ হিসাবে প্রমাণ করেছে।

আজও তিনি একটি বড়ো ঘটনার নজির গড়লেন। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে প্র্যাকটিস ম্যাচ চলাকালীন ড্রিঙ্কস বিরতির সময় তিনি নিজে মাঠে প্লেয়ারদের জন্য জল নিয়ে গেলেন ওয়াটার বয় হিসেবে।
তার এই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা সমালোচনায় একহাত। তিনি সামাজিক ভাবে বন্ধুত্বের সম্পর্ককে কিভাবে বাড়ানো যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। প্রধানমন্ত্রী হয়ে মানুষের সাথে সবার মধ্যে মিলেমিশে কাজ করাই তার একমাত্র উদ্দেশ্য।

মাঠে খেলা চলাকালীন জল দিয়ে আসার পর অস্ট্রেলিয়া ক্রিকেট অধিনায়ক স্টিভ স্মিথ এর সাথে তার হাত মেলানোর একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়।

Check Also

corona virus update

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরও ১৬০২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এবং গত ২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *